www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর পর্তুগাল সফর

বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ, কে, এম, মোজাম্মেল হকের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এক সংসদীয় প্রতিনিধি দল গত ৮ অক্টোবর তিন দিনের পর্তুগালে সরকারি সফরে এসেছিলেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য্য এবং কামরুল লায়লা জলি। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এ প্রতিনিধি দলে ছিলেন।

প্রতিনিধি দল পর্তুগাল সফরের প্রথম দিন লিসবনে স্থাপিত ১৯৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির ‘শহীদ মিনার’ পরিদর্শন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর পর্তুগাল সামরিক বাহিনী বিভিন্ন যুদ্ধে অংশ নেয়া পর্তুগালের যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘কোম্বাটেন্টস’ যাদুঘর পরিদর্শন করেন। এই সময় যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে স্মারকবইয়ে স্বাক্ষর করেন এবং তাদের কল্যাণে গৃহিত পদক্ষেপসমূহ নিয়ে যাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন।

প্রতিনিধি দলের সফরের শেষ দিন বাংলাদেশ ভবনে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী আয়োজিত নৈশভোজে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!