www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

মিয়ানমারে জেল খেটে ফিরলেন ১৭ বাংলাদেশি

কক্সবাজার সংবাদদাতা : অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেফতারের পর দীর্ঘ সাজা শেষে বুধবার দেশে ফিরেছেন ১৭ বাংলাদেশি। মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের বৈঠক শেষে এসব বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসা ১৭ বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাঁশখালীর বদিউল আলম, জামাল উদ্দিন, সাতকানিয়ার মো. হেলাল, খাগড়াছড়ির ইউ সা খ মারমা, ছে তু অং মার্মা, টেকনাফের রহিম উল্লাহ, মফিজুর রহমান, আজিজুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল আলম, আজিজ উল্লাহ, আব্দু ছালাম, মো. জালাল, আবু তাহের, মো. শাকের, মো. শফিক ও মো. জালাল উদ্দিন।

টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক সময়ে মিয়ানমারে কারাবন্দী ছিলেন ১০ জন। মঙ্গলবার তাদের সাজার মেয়াদ শেষ হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। এসব কারাবন্দী ৬ মাস থেকে ৫ বছর ৯ মাস পর্যন্ত সাজা ভোগ করেছেন।

error: Content is protected !!