www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এ্যাওয়ার্ড-২০১৭ পেলেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান আল মামুন রাসেল

নিজস্ব প্রতিবেদক : সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এ্যাওয়ার্ড- ২০১৭এ ভুষিত হয়েছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান, সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশনের (সায়া) প্রেসিডেন্ট ও ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আল মামুন রাসেল। গত ২২-২৩ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে “কুয়ালালামপুর কনভেনশন সেন্টার” এ অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইয়ুথ ভলেন্টিয়ার কনফারেন্সে উক্ত সম্মাননা অর্জন করেন তিনি। দক্ষিণ এশিয়ার যুবকদের উন্নয়নে কাজ করার জন্য আল মামুন রাসেলকে সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড দেয়া হয়। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ভলেন্টিয়ার ইপোর্ট (আইএভিই) এর সহযোগিতায় সালাম মালয়েশিয়া নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কেন্দ্রীয় উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ইদ্রিস যুশো। প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ভলান্টারি ইফোর্ট এর প্রেসিডেন্ট কাইলি বেটিস। এতে বিশ্বের প্রায় ৮টি অঞ্চলের ১০২ টি দেশের মোট ৫৫০ জন ইয়ুথ অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট আল মামুন রাসেলকে কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রিত করা হয়। তাহার বক্তৃতার বিষয় ছিল- দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে যুবকদের ভূমিকা। কনফারেন্সে মোট আটটি অঞ্চলের ৮ জনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ডপ্রাপ্ত বাকী অঞ্চলগুলো হলো; সাউথইষ্ট এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

আল মামুন রাসেল চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবুল হাশেমের পুত্র। তার মাতা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত মহিলা কাউন্সিলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!