www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

মানুষের মাংস খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি

আন্তর্জাতিক ডেস্ক : সাউথ আফ্রিকার এক আদালতে চার নরখাদকের বিচার শুরু হয়েছে। এদের মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলেছিল, মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত হয়ে পড়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ব্যাগ থেকে মানুষের একটি পা এবং একটি হাত বের করে দেয়। এরপর তাকে সঙ্গে নিয়ে কোয়াজুলু-নাটাল এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আরো কয়েকটি মানুষের অঙ্গ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দু’জন ঝাড়ফুঁক করার ওঝা । পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ২২ থেকে ৩২ বছর বয়সী এই চার আসামি বড় কোনো নরমাংসভোজী দলের সদস্য বলে তারা মনে করছেন।ঐ বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। সেখান থেকে উদ্ধার করা অঙ্গগুলো একই মানুষের না বিভিন্ন জনের তা এখনও পরিষ্কার নয়।অভিযুক্তদের একজনের বাড়িতে একটি বাটির মধ্যে আটটি মানুষের কান পাওয়া যায়। অন্য একজনের বাড়ি থেকে পাওয়া যায় মানবদেহের নানা অঙ্গ ও টিস্যু। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই চার যুবক একজন নারীকে হত্যা করে তার শরীর কেটে ফেলে। দেহের অঙ্গপ্রত্যঙ্গ রেখে দিয়ে কিছু অংশ তারা খায় বলেও মনে করছে পুলিশ। যে কথা স্বীকারও করেছে চার অপরাধীর একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!