www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশ থেকে ফোনে উঠল পৃথিবীর ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোন কতটা মজবুত, টেকসই ও চলনসই তার প্রমাণ দিল শাওমির রেডমি নোট সেভেন। ফোনটি কতটা অনন্যা তার প্রমাণ দিতে আসরে নেমেছিলেন রেডমির সিইও লু ওয়েইবিং। সেই সময়ে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রেডমি নোট সেভেন ফোনটিকে চপিং বোর্ড হিসাবে, তো কখনও আখরোট ভাঙার কাজে ব্যবহার করছেন লু ওয়েইবিং।

সম্প্রতি প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেল রেডমি নোট সেভেন মহাকাশে পাড়ি দিয়ে পৃথিবীর ছবি তুলছে। এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে ফোনটি।

ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩১ হাজার মিটার বা ১ লাখ ৭ হাজার ৭০৬ ফুট উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলেছে রেডমি নোট সেভেন।

সম্প্রতি চীনের একটি সোশ্যাল মিডিয়ায় শাওমির প্রধান লেই জুন একটি ভিডিও প্রকাশ করেছেন। আর তাতেই প্রকাশ্যে এসেছে রেডমি নোট সেভেনের নতুন এই রেকর্ড।

দেখুন সেই ভিডিও:

error: Content is protected !!