www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

মনোবল হারাবেন না, সরকার পাশে আছে : গাইবান্ধায় প্রধানমন্ত্রী

গাইবান্ধা থেখে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের ঘর করে দেওয়া হবে। এছাড়া বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ নেওয়া কৃষকদের সুদ আদায় বন্ধ থাকবে। দেশে যে কোনও দুর্যোগে সরকার মানুষের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে। তাই কাউকে মনোবল হারিয়ে দুশ্চিন্তা ও হতাশায় পড়তে হবে না।’
শনিবার সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণের আগে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টা ৮ মিনিটে তিনি হেলিকপ্টারে করে গোবিন্দগঞ্জে অবতরণ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ মেরামতসহ যাদের বই নষ্ট হয়েছে তাদের বই দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বসবাস করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাজ জনগণের সেবা করা। আর বিএনপি-জামায়াতের কাজ দেশকে ধ্বংস করা। তাই এদের রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়বো। আমরা সেভাবে কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সন্ত্রাস-নাশকতার সৃষ্টি করে। তারা হরতাল-অবরোধের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। কিন্তু মানুষ তাদের তাণ্ডব রুখে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী।’
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মোন্তাজ আলী, হামিদা বেগম, আবদুল হোসেন, আম্বিয়া খাতুন, ছামছুল হক মুন্সি, আবু বক্কর সিদ্দিককের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। প্রায় তিন হাজার বন্যাদুর্গত সেখানে ত্রাণ নিতে আসেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৯০ কৃষকের মধ্যে সওকত আলী, তাজুল ইসলাম, সোহরা বেগমের হাতে ধানের চারা তুলে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!