www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

‘মধ্যআয়ের দেশে যেতে জিডিপি ৮ শতাংশ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশের মর্যাদায় নিয়ে যেতে যত শিগগির সম্ভব প্রবৃদ্ধি হার ৮ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমরা ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৪ শতাংশ নির্ধারণ করেছি।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ব্যাংক এবং ইকনোমিক রিপোর্টার ফোরাম যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।বাংলাদেশ ব্যাংক গর্ভনর সচিবালয়ের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ফজলে কবির বলেন, কেন্দ্রীয় ব্যাংক দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।বিনিয়োগকারীদেকে বাংলাদেশ ব্যাংকের সহায়তার কথা উল্লেখ করে ফজলে কবির বলেন, বিদেশি কোম্পানিগুলো এখন এজেন্টের মাধ্যমে ব্যবসা করতে পারছে এবং কোনো অনুমতি ছাড়াই প্রতিনিধি অফিসের শাখা খুলছে।বাংলাদেশ ব্যাংক গভর্নর বিনিয়োগ অনুকূল অর্থনৈতিক রিপোর্ট করতে এবং জনগণকে সঠিক তথ্য দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিবি’র ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামানও বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!