www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

মঙ্গলবার রাতে খুলে দেয়া হলো ঐতিহ্যবাহী কিন ব্রিজ

সিলেট প্রতিনিধি :প্রায় দুই মাস পর অবশেষে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। মঙ্গলবার রাতে ব্রিজের দুই পাশের লোহার গ্রিল কেটে এটি উন্মুক্ত করা হয়। তবে কোনো ইঞ্জিনচালিত যান চলাচল করতে পারবে না। ব্রিজের গ্রিল কাটার সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দেওয়ান তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান, নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ প্রমুখ। এ সময় তারা বলেন, ব্রিজে শুধুমাত্র রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে পারবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর থাকবে। এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে দক্ষিণ সুরমাবাসীর সহযোগিতা চেয়েছেন তারা।
এর আগে সোমবার রাতে নগর ভবনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্রিজটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেন। সংস্কারের জন্য ১ সেপ্টেম্বর রাতে ব্রিজে যান চলাচল বন্ধ করা হয়। এ সময় দুই পাশের ফটকে লোহার রড দিয়ে পথও বন্ধ করা হয়। তবে হেঁটে চলার জন্য অবমুক্ত ছিল ব্রিজটি।

error: Content is protected !!