www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

ভারতে সাংবাদিককে হত্যা করায় ছোটা রাজন দোষী সাব্যস্ত

মুম্বাই, ৩ মে, ২০১৮ (ডেস্ক) : ভারতের একটি আদালত একজন সাংবাদিককে হত্যার দায়ে বুধবার কুখ্যাত অপরাধী ছোট রাজন ও অপর সাত জনকে দোষী সাব্যস্ত করেছে। সাত বছর আগে মুম্বাইয়ে ওই জ্যেষ্ঠ সাংবাদিককে হত্যা করা হয়। খবর এএফপি’র।
ওই অপরাধী চক্রের সদস্যরা ২০১১ সালের ১১ জুন ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দে’কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তিনি অপরাধীদের বিভিন্ন কর্মকা- নিয়ে প্রতিবেদন লিখতেন।
প্রসিকিউটররা জানান, অপরাধী চক্রের অন্যতম শীর্ষ নেতা রাজনের নির্দেশে জ্যোতির্ময়কে হত্যা করা হয়। রাজনের বিরুদ্ধে প্রতিবেদন লেখায় সে এ সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ছিল।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি বিশেষ আদালত ৫৬ বছর বয়সী ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেয়ার প্রমাণ পাওয়ায় রাজনকে দোষী সাব্যস্ত করেছে।
এছাড়া আদালত চার শ্যুটারসহ ওই হত্যাকা-ে জড়িত আট সহকারিকেও দোষী সাব্যস্ত করেছে।
বুধবার রাজনসহ তাদের সকলের সাজা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
আদালত এ মামলায় অভিযুক্ত এক নারী সাংবাদিকসহ অপর দু’জনকে খালাস করে দিয়েছে।
এশিয়ান এজ পত্রিকার সাংবাদিক জিগনা ভোরার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অপরাধীদের কাছে জ্যোতির্ময়ের বাড়ির ঠিকানা ও মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দিয়েছেন।
তিনি আদালতে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!