www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

ব্রাজিলের মুরগির মাংসে করোনা….. চীন

আন্তর্জাতিক ডেস্ক: এবার মুরগির দেহেও মিললো প্রাণঘাতী করোনাভাইরাস। ব্রাজিল থেকে চীনের শেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দেশটির শহর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে চীন আমদানি করা খাদ্য পণ্যের পরীক্ষা করে থাকে। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখনা পরীক্ষা করে। এতে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে একইসঙ্গে আনা অন্য খাদ্য পণ্যে করোনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
জানা গেছে, ব্রাজিল থেকে আমদানিকৃত হিমায়িত মুরগির মাংসে করোনা শনাক্তের বিষয়ে দেশটিতে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের কোনো কর্মকর্তা বক্তব্য দেয়নি।
শেনজেনের মহামারি সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরো সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।

error: Content is protected !!