www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

ব্যাট হাতে একাই করলেন ৩৫৮!

ক্রীড়া ডেস্ক : ৩৮০ বলে একাই করলেন ৩৫৮ রান। স্ট্রাইক রেট একশো ছুঁইছুঁই। অন্য একজন করলেন ২২২ বলে ২২০ রান। প্রথম ব্যাটসম্যানের নাম বিনি। সেকেন্ড ম্যানের নাম প্রকাশ। চমকানোর কিছু নেই। ইনি স্টুয়ার্ট বিনি নয়, ইনি বিহারের উইকেট রক্ষক ব্যাটসম্যান। যার দাপটে বিজয় মার্চেন্ট ট্রফিতে বিহার অনূর্ধ্ব-১৬ দল নিয়েও অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এক ইনিংস এবং ৮৭০ রানে জয় পেল।

পটনার এনার্জি স্টেডিয়ামে বিহারের খুদে ক্রিকেটারদের এমন সাফল্য নতুন করে লিখতে বাধ্য করছে পরিসংখ্যান। এমনিতে টেস্ট ক্রিকেটে সবথেকে বড় জয়ের নজির গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩৮ সালে অজি ক্রিকেটারদের ক্যারিবিয়ানরা হারিয়েছিল ইনিংস এবং ৫৭৯ রানে।

ক্রিকেটে সেটাই এখনও পর্যন্ত বৃহত্তম জয়ের নজির। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের কীর্তি পেরিয়ে গেল সেই সাফল্যকেও। প্রথমে ব্যাট করতে নেমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বিহার। অরুণাচল প্রদেশকে মাত্র ৮৩ রানে অলআউট করে দিয়েছিল তারা। এরপর ব্যাট করতে নেমে এভারেস্টসম ১০০৭/৭ রান করে বিহার। যার মধ্যে উইকেটকিপার বিনি (৩৫৮), প্রকাশ (২২০) ছাড়াও রান করে যান আরভ কিশোর (১২৯ বলে ১৬১)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ মাত্র ৫৪ রানে গুটিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!