www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে শুক্রবার (২৩ জুন) থেকে টানা নয় দিন ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় গত ১৫ জুন এই সিদ্ধান্ত নেয়া হয়।
ওই বৈঠকে আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের একটি চিঠি বুড়িমারী কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হয়েছে। যদিও কাস্টমস ও স্থলবন্দর অফিস ২৮ জুন থেকে খোলা থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার ( এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!