www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বৈঠক শেষ হয় পৌনে সাতটার দিকে।বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।এ ছাড়া ইইউর বেশ কয়েকজন কর্মকর্তাও বৈঠকে ছিলেন বলে জানা গেছে।অবশ্য বিএনপির তরফে বলা হয়, এটি ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। তবে কোনো আলোচ্য বিষয় জানা যায়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। রাষ্ট্রদূত চলে যাবেন।’আর কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না – এমন প্রশ্নে তিনি বলেন, ‘সাক্ষাৎকালে অনেক বিষয় নিয়েই তো আলোচনা হয়।’বিএনপির একটি সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থাকায় শীর্ষ নেতারা্‌ ইইউ রাষ্ট্রদূতকে বিদায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!