www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ হেড কোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্সের সৌজন্য সাক্ষাৎ

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স। পুলিশ হেড কোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বুধবার এই প্রশংসা করেন তিনি।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তি রক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘কভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন।’
আইজিপি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান এবং এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!