www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলাপ্রচ্ছদশীর্ষ সংবাদ

বাংলাদেশ-নেপাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

ঘরের মাঠে প্রথম ম্যাচের জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের আশায় মাঠে নেমেছে লাল-সবুজের দলে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ-নেপাল কোনো দলই।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। মাঠে দর্শক ফেরাও লাল-সবুজদের আক্রমণাত্মক হওয়ার বড় একটা কারণ।
উজ্জীবিত জামাল ভুঁইয়ার দল নেপালের গোল বারে বার বার আক্রমণ করে। তবে বাংলাদেশের কেউই সফলতার মুখ দেখেননি। নেপালও কয়েকবার বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়িয়েছে। তবে আশরাফুল ইসলাম রানাকে হারাতে পারেনি কেউ।
এর আগে প্রথম ম্যাচ জেতায় সবাইকে খুশী থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শেষ ম্যাচটা ফাইনালের মতো। এটা জিতলে দেশের ফুটবলের জন্য খুবই ভালো। তবে হারলে সবাই পকপক করবে। কাজেই আমাদের জিততেই হবে।’
এ ম্যাচ কোচ জেমি ডে-কে সাইডলাইনে পাচ্ছে না বাংলাদেশ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাঠে আসতে পারেননি তিনি।

error: Content is protected !!