www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

বাংলাদেশ ক্রিমিনাল স্টেটে পরিণত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাংলাদেশকে পরিণত করা হয়েছে একটি ক্রিমিনাল স্টেটে।…‘মিথ্যাচারের মাধ্যমে অন্যায়কে আড়াল করছে।’
মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকেন রিজভী। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ ছায়ান্ধকার, নিস্তরঙ্গ, নিশ্চল ও আতঙ্কময়’ হয়ে উঠেছে।
সোমবার ঈদের সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিশ্বে উন্নয়নের রোল মডেল বিবেচিত হচ্ছে। বাংলাদেশ মর্যাদা ফিরে পেয়েছে; যে মর্যাদা হারিয়েছিল ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর, আজকে আবার বাংলাদেশ জেগে উঠেছে।’
সরকার প্রধানের এই বক্তব্যের জবাব দিয়ে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অসাড় ও মূল্যহীন। বাংলাদেশ কোন দিক থেকে জেগে উঠেছে তা জনগণ জানে না।’ এরপর তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আলোর দিকে নয় বরং অন্ধকারের দিকেই জেগে উঠেছে।’
বিএনপি নেতা দাবি করেন, বর্তমান সরকারের আমলে উন্নয়ন কেবল সরকার সমর্থকদের চোখে ধরা পড়ে। আর উন্নয়ন কিছু হলে তা হয়েছে সরকারি দলের নেতাদের। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের টপ টু বটম নেতারা সরকারি অন্যায়কে আড়াল করতে চায় একই মিথ্যা বারবার আউড়িয়ে।’
রিজভী বলেন, ‘তারা (ক্ষমতাসীন) জেগেছেন, অর্থে-বিত্তে প্রতিষ্ঠিত হয়েছেন। বহু কল-কারখানার মালিক হয়েছেন, ব্যাংক-বিমার মালিক হয়েছেন, কানাডাতে বেগমগঞ্জ পল্লী তৈরি করেছেন, মালয়েশিয়াতে সেকেন্ডহোম তারা তৈরি করেছেন…।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল আরও বলেছেন, বাংলাদেশের হারানো মর্যাদার পুণঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা বলতে চাই, প্রথমবার বাকশালে গুম, খুন আর বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে মর্যাদা অর্জন করেছিল, সেটি বর্তমানে দ্বিতীয়বারের বাকশালে পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!