www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

বদলে গেল অ্যানড্রয়েডের নিরাপত্তা ফিচার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : পরিবর্তন আসছে স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডে। অ্যানড্রয়েডে একটি নোটিফিকেশান ফিচার বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে গুগল। ২০১৫ সালে নিয়ারবাই অ্যানড্রয়েড নোটিফিকেশান ফিচার চালু করেছিল। এবার সেই ফিচার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়েন্ট।

নিয়ারবাই ফিচারে কোন অ্যাপ থেকে নিজের আশেপাশে কী রয়েছে তা বিভিন্ন অ্যাপ থেকে জানা যায়। গুগল জানিয়েছে এই ফিচারের মাধ্যমে ডেভেলপাররা আশেপাশে ফ্রি ওয়াইফাই সহ একাধিক ফিচার গ্রাহকদের জানাতে পারেন। এছাড়াও এই ফিচার থেকে যাতায়াতের নোটিফিকেশনের খবর পৌঁছায় গ্রাহকের ফোনে। অথবা পাওয়া যায় আশেপাশে ট্রাফিকের খবর।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ‘নিয়ারবাই নোটিফিকেশন থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ফিচার ব্যবহার করে অনেক স্থানীয় স্প্যাম নোটিফিকেশন পেয়েছেন গ্রাহকরা। সেটিংস বদল করে এই নোটিফিকেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু গ্রাহকের অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে এই ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে নিয়ারবাই নোটিফিকেশন।’

সম্প্রতি সব অ্যানড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট প্রস্তুতকারী সংস্থাকে ডিভাইস বিক্রির পরে দুই বছর পর্যন্ত নিয়মিত সিকিউরিটি প্যাচ পাঠানোর নির্দেশ দিয়েছে গুগল।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক ফোন প্রস্তুতকারী সংস্থার সাথে নতুন চুক্তিতে কোম্পানিগুলিকে লেটেস্ট আপডেট পাঠাতে বাধ্য করবে গুগল। এর ফলেই এবার থেকে নিয়মিত অ্যানড্রয়েড আপডেট পাবেন বেশিরভাগ গ্রাহক।

এছাড়াও অ্যানড্রয়েড ওয়ান প্রোজেক্টে একাধিক নতুন ফোন অবমুক্ত হয়েছে। এই ফোনগুলিতে চলে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এই ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগল। তাই নিয়মিত সিকিউরিটি প্যাচ ও নতুন অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যায় এই ফোনগুলিতে।

error: Content is protected !!