www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক সুরক্ষিত রাখবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এসব অ্যাকাউন্টের মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীও রয়েছেন। তাই ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখে দিয়েছে। সারা বিশ্বের গ্রাহকরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে চিন্তিত। ফেসবুক অ্যাকাউন্টে শুধু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষির রাখার পরিবর্তে ব্যবহার করুন টু ফ্যাক্টার অথেন্টিকেশন।

এর ফলেই পাসওয়ার্ডের উপরেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষায় নতুন মাত্রা যোগ হবে। আর হ্যাকারদের কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক আরও কষ্টসাধ্য হয়ে উঠবে। নিচের পদ্ধতিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টার অথেন্টিকেশন সেট আপ করতে পারবেন।

স্টে ১। নিজের ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।

স্টেপ ২। ডানদিকে উপরে ক্লিক করে ‘Settings’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার ‘Security and Login’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। এখানে ‘Change password’ ও ‘Login with your profile picture’ এর ঠিক পরেই ‘Two-factor authentication’ পাবেন।

স্টেপ ৫। এবার ‘Use two-factor authentication’ এ ক্লিক করুন।

এবার আপনি টু ফ্যাক্টার অথেন্টিকেশনের জন্য তৈরি। এবার টেক্টস্ট মেসেজ সিলেক্ট করে প্রত্যেকবার লগইন এর সময় মোবাইলে OTP দিয়ে তবেই লগ ইন করতে পারবেন। এছাড়াও Google Authenticator বা Duo Mobile অ্যাপ থেকে অথেন্টিকেশন করা যাবে।

‘Text message’ এর মাধ্যমে টু ফ্যাক্টার অথেন্টিকেশান

১। শুরুতেই ‘Text message’ অপশন সিলেক্ট করুন। এরপরে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল ফোনে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে।

২। মোবাইলে আসা ছয় ডিজিটের কোড এন্টার করুন।

৩। এবার আপনি টু ফ্যাক্টার অথেন্টিকেশন এনেবল করা নিশ্চিত করুন।

অ্যাপ ব্যবহার করে টু ফ্যাক্টার অথেন্টিকেশন

১। আপনার ফোন নম্বর ফেসবুককে দিতে না চাইলে ফোন নম্বর ছাড়াই টু ফ্যাক্টার অথেন্টিকেশন অন করা সম্ভব। উপরে জানানো অ্যাপ গুলির একটি ইনস্টল করুন। শুরুতেই ‘Text message’ এর পরিবর্তে ‘Authentication App’ সিলেক্ট করুন।

২। এবার অ্যাপ থেকে ডিসপ্লের উপরে থেকে QR কোড টি অ্যাপ থেকে স্ক্যান করুন।

৩। এবার অ্যাপ এর মধ্যে একটি কোড ভেসে উঠবে। ফেসবুক এই কোড চাইলে তা দিয়ে দিন।

৪। এবার আপনার টু ফ্যাক্টার অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে।

error: Content is protected !!