www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে স্বাধীনতা উদযাপিত

ফকিরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে যথাযগ্য মর্যাদায় ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ দিন সকাল ৮ ঘটিকায় সমবেত ভাবে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর শুভ সূচনা হয়। পরবর্তীতে শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধায় পুস্পার্ঘ অর্পণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অর্পন করা হয়। এরপর কলেজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় স্বাধীনতা ও জাতীয় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উদ্যাপন পর্ষদের আহবায়ক প্রভাষক শেখ শামীম ইসলাম, সহকারী অধ্যাপক দীন মোহম্মদ মোল্লা, শিক্ষক প্রতিনিধি শেখ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস, পলি দাশ, মোঃ সিরাজুল ইসলাম, সালমা খাতুন, দীপংকর রায়, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রাসেল শেখ, নাসরিন খাতুন প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!