www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

ফকিরহাটে ৩’দিনের ব্যবধানে ৩জনের লাশ উদ্ধার করে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার গত তিন দিনের ব্যবধানে পৃথক স্থান থেকে ৩জনের লাশ উদ্ধার করে ফকিরহাট মডেল থানা পুলিশ। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ডহরমৌভোগ গ্রামের একটি মৎস্য ঘের থেকে অসিম মন্ডল (৫০) নামের এক দিনমুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, উক্ত এলাকার ননীগোপালের মৎস্য ঘেরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। ক্যাম্প ইনচার্জ এসআই মহিউদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্র্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অফিসার ইনচার্জ লাশ উদ্ধারের সত্যতা কথা স্বীকার করে বলেন ময়ণা তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন উদঘাটন হবে। মৃতের পরিবার জানায়, অসিম মন্ডল ঘটনার দিন সকাল ১১টায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি। তবে সে আকস্মিক অসুস্থ হয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা জানায়। অপরদিকে, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মকসুদ আলী (৫৫) নামের এক গ্রাম পুলিশ (চৌকিদার) এর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, গত ১৭ অক্টোবর রাত ৯টার দিকে মকসুদ আলী মাছ ধরতে যেয়ে আকস্মিক হৃদ ক্রীয়া যন্ত্র বন্দ হয়ে মৃত্যু বরন করেন। এছাড়া, গত ১৬ অক্টোবর সকালে উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা এলাকার একটি সড়কের পাশের ডোবা থেকে মালেক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা উকিলপাড়ার মালেক হাওলাদার ফকিরহাট বাজার থেকে রোববার রাতে বাইসাইকেলযোগে বাড়ীর উদ্দ্যেশে রওনা দেওয়ার পর বাড়ীতে ফিরে যায়নি। রাতে তাকে বিভিন্ন জায়গা খোজ-খবর নেওয়ার একপর্যায়ে উক্ত স্থানে সাইকেল সহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!