www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

ফকিরহাটে বাল্যবিবাহ বন্ধে মানববন্ধন

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা : ‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি এবং বাল্য বিবাহ বন্ধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিএসএস এর অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত।

রবিবার বেলা ১১টায় সিবিও নেটওয়ার্ক এর আয়োজনে ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিও নেটওয়ার্ক সভানেত্রী ভাগ্যলক্ষী মল্লিক।

ইউনিয়ন ফ্যাসিলিটেটর নুরজাহান খাতুন এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিএসএস এর অ্যাডভোকেসি অ্যান্ড ট্রেনিং অফিসার মুঃ আলহাজ্ব উদ্দিন আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি প্রদিশ অধিকারী, তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সুরেশ চন্দ্র দাশ।

এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য অলিভ ঘোষ, চম্পা রায় চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমিত ঘোষ, স্বাস্থ্য সহকারি নাহিদ মাহামুদ, মিলন শেখ, স্বেচ্ছাসেবক নীলিমা ভৌমিক, হৈমন্তি মুর্খাজীসহ শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তাগন নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে বিদ্যমান সরকারি সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং বাল্য বিবাহ প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক প্রসবের উপর গুরুত্ব আরোপ করেন।

error: Content is protected !!