www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

প্রথমবারের মতো দ্রুতগতির রেল রুট নির্মাণ করছে ভিয়েতনাম

হ্যানয়, ১৬ মে, ২০১৮ (ডেস্ক) : ভিয়েতনামের পর্যটন মন্ত্রণালয় সরকারের কাছে দেশটির প্রথম দ্রুতগতির রেল রুট প্রকল্পের খসড়া পরিকল্পনা দাখিল করেছে। রেলপথটি দেশটির রাজধানী হ্যানয়, কেন্দ্রীয় নগরী ভিনহ নগরী, মিনহ নগরী, কেন্দ্রীয় নাহ ত্রাং নগরীর মধ্যে যোগাযোগ স্থাপন করবে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মন্ত্রণালয় জানায়, হ্যানয়ের সাথে ভিনহ, হোচি মিন ও নাহ ত্রাং নগরীর মধ্যে দ্রুতগতির এই রেলপথের নির্মাণকাজ ২০৩০ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
নতুন রেলপথটিতে ঘন্টায় ১৬০ কিলোমিটার থেকে ২শ’ কিলোমিটার বেগ ট্রেন চলাচল করতে পারবে।
দীর্ঘ মেয়াদে এই রেলপথটির আরো উত্তরণ ঘটানো হবে। তখন রেলপথটি দিয়ে ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!