www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

পাবনা-৪ আসনে প্রার্থীর পক্ষে নেই বিএনপির অনেকেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই দুটি বড় দলের নেতাকর্মীদের তৎপরতা বাড়ছে। তবে পাবনা-৪ আসনে বিএনপির একাধিক গ্রুপ থাকায় এখনও মাঠে নামেনি দলের সবাই। আওয়ামী লীগ ইতোমধ্যে সুশৃঙ্খল সাংগঠনিক পরিকল্পনা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে এখনও কোনো সমঝোতা বৈঠক হয়নি, কেন্দ্র থেকেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়েছে বলে শোনা যায়নি।

পাবনা-৪ আসনে দলীয় প্রার্থী রয়েছেন চারজন। এরা হলেন- আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ (নৌকা), বিএনপির হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল জলিল (হাতপাখা) ও এনপিপির আব্দুর রশিদ শেখ (আম)।

এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী তাদের নির্বাচনী প্রচার চালিয়ে গেলেও বিএনপি প্রার্থীর পক্ষে একাধিক গ্রুপ এখনও এক কাতারে সামিল হতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগের পঞ্চমবারের মতো মনোনীত প্রার্থী শামসুর রহমান শরীফ মাঠে সক্রীয় ভূমিকায় নিজে যেমন রয়েছেন; তেমনি দলীয় নেতাকর্মীরাও ভোটারদের কাছে যেয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্বের কারণেই বিগত চারবার আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে বলে বিএনপির অধিকাংশ নেতাকর্মী মনে করেন।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর দলীয় গ্রুপিং নিরসন করার উদ্যোগ নেয়ার মতো নেতার অভাব রয়েছে।

তবে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু যেকোনভাবে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। কিন্তু বাস্তবে যে তিনটি পক্ষ আছে তারা এখনও মাঠে নামেনি।

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব জানান, সাধারণ কর্মীদের মধ্যে কোনো মতভেদ নেই, সকলে কাজ করছে। প্রশাসন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। ১৬ ডিসেম্বর দিবাগত রাতে বিএনপি নেতা রেজাউল করিম শাহিন, সুজন প্রফেসরসহ পাঁচজনকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলেও তারা স্বীকার করছে না। এই অবস্থায় নেতাকর্মীরা কীভাবে ভোটারদের কাছে যাবে?

error: Content is protected !!