www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন ভারতকে পানি দেওয়ার কারণ জানালেন

কুমিল্লাবিডি ডেস্ক :
পররাষ্ট্র সচিব শহীদুল হক
সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে দক্ষিণ ত্রিপুরা অঞ্চলের মানুষের পানির কষ্ট কম হয়। ভারতের এমন দাবি ও অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক কারণে পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ মানবিক কারণে ভারতকে পানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
শহীদুল হক বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনো ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরা অঞ্চলে খাবার পানি নেই। সে কারণেই আমরা পানি দিয়েছি। যদি আমরা পানি না দিতাম, তা হলে কি কারবালার মতো হয়ে যেত না?
দুদেশের যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তা ছাড়া সব অভিন্ন নদী নিয়েই কাজ শুরু হয়েছে। যৌথ নদী কমিশন প্রায় ৬ বছর পর বৈঠকে বসেছে। আগামী বছর আবার বসবে।
তিনি আরও বলেন, ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে জানান তিনি।

error: Content is protected !!