www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

পদ্মাসেতুতে ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান

শরীয়তপুর প্রতিনিধি:করোনাভাইরাস আতঙ্কের মাঝেও থে‌মে নেই পদ্মা বহুমুখী সেতুর কাজ। এরই ম‌ধ্যে পদ্মাসেতুতে ২৭তম স্টিলের কাঠামো (স্প্যান) বসানো হয়ে‌ছে।
শনিবার সকাল ৯টা ২০ মি‌নি‌টে জা‌জিরা প্র‌া‌ন্তের ২৭ ও ২৮ নম্বর খুঁটির ওপর এ স্প্যানটি বসানো হয়। ফলে সেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে ১০ মার্চ বসানো হয় ২৬তম স্প্যান। ওই স্প্যান বসানোর ১৯ দিনের মাথায় বসানো হলো ২৭তম স্প্যানটি।
পদ্মা সেতু প্রক‌ল্পের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবীর জানান, শুক্রবার সকাল ৯টার দি‌কে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দি‌য়ে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান‌টি বহন করে জাজিরা প্রান্তের ২৭ ও ২৮ নম্বর পিলারের কাছে এনে নোঙর করে রাখা হয়।
শনিবার সকাল ৭টার দি‌কে স্প্যান‌টি খুঁটির ওপর উঠানোর কাজ শুরু করে সেতু প্রক‌ল্পের প্র‌কৌশলী, কর্মকর্তা ও কর্মচা‌রীরা। সকাল ৯টা ২০ মি‌নিটে স্প্যান বসানোর কাজ শেষ হয়।

error: Content is protected !!