www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

নাঙ্গলকোটে ৮ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন-৪০৭ প্রার্থী

বারী উদ্দিন আহমেদ বাবর॥
আসন্ন ইউনিয়ন (ইউপি) নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত ৪০৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমেধ্য চেয়ারম্যান পদে বিএনপি দলীয় ৮জন, আওয়ামীলীগ দলীয় ৮জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪জন, সতন্ত্র হিসেবে ১৪ জনসহ মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে-৭০ সাধারণ সদস্য পদে-৩০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়কোট উত্তর ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মো. ইদ্রিছ মিয়া, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মজুমদার ও স্বতন্ত্র আব্দুল মালেক মোল্লা। রায়কোট দক্ষিণ ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মিনু, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান মজিব। স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম খন্দকার, এয়াকুব আলী ও জাহাঙ্গীর হোসেন।
আদ্রা উত্তর ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবা আক্তার, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম মজুমদার, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ ও সালেহ আহাম্মদ। আদ্রা দক্ষিণ ইউপিতে আ’লীগ মনোনীত আবদুল ওহাব, বিএনপি মনোনীত মাঈন উদ্দিন, স্বতন্ত্র মোহাম্মদ সাইফুল্লাহ, নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন ভূঁইয়া।
জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধূরী ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজী। জোড্ডা পশ্চিম ইউপিতে আ’লীগ মনোনীত মাসুদ রানা ভূঁইয়া, বিএনপি মনোনীত শাহজাহান মজুমদার, স্বতন্ত্র আবদুল করিম ও শফিকুল আলম।
দৌলখাঁড় ইউপিতে আ’লীগ মনোনীত আবুল কালাম ভূঁইয়া, বিএনপি মনোনীত মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, শাহজাহান ভূঁইয়া, আলী হোসেন ও কলিম উল্লাহ। বটতলী ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত এনকেএম সিরাজুল আলম, বিএনপি মনোনীত গোলাম মাওলা ও স্বতন্ত্র মাহবুবুল হক।
এর আগে, গত ১২ নভেম্বর নির্বাচন কমিশন থেকে ভোটের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষনা করা হয়। ১৩ নভেম্বর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে স্থানীয়ভাবে তফসীল ঘোষনা করা হয়। তফসীল অনুযায়ী, নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও মৌকরা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউপিতে সাধারণ নির্বাচন ও ১টি সংরক্ষিত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

সিংক-
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!