www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

নাঙ্গলকোটে সরকারি খাল দখল

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির তুলাতুলি- চাঁন্দুর সরকারি খাল ও ব্যাক্তি মালিকানাধীন জমি জোর পুর্বক দখল করেছেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহম্মদ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ওই জায়গার উপর লাঠিয়াল বাহিনীর মাধ্যমে মাছ চাষ করে আসছে ইউপি সদস্য। এতে একদিকে অবৈধ ভাবে সরকারি খাল দখল করায় সরকার হারাচ্ছে রাজস্ব । অন্যদিকে জমির মালিকরা জমি দখল করতে পারছে না। তাদেরকে লাঠিয়াল বাহীনির মাধ্যমে ভয়ভীতি দেখায়।
সূত্রে আরো জানা যায়, ৮৪০ শতক জমিতে মাছ চাষ করে আসছে ইউপি সদস্য। এর মধ্যে সরকারী খাল ৩০০ শতক। ব্যক্তি মালিকানা চান্দুর গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে আব্দুল মতিনের ১৬০ শতক, মৃত. শেকান্তর আলীর ছেলে আনিছুল হকের ৬০ শতক, শাহাজাহানের ৩০ শতক, দেলোয়ার হোসেনের ৩০ শতক, শহিদুল্লা তালুকদারের ৫০ শতক জমি জোর পুর্বক দখল করে আসছে ওই ইউপি সদস্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইউপি সদস্য এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে জোর পুর্বক মালিকানাধীন জায়গা ও সরকারি খালে বাশ, জাল দিয়ে মাছ চাষ করছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সৈয়দ আহম্মদ জানান, সরকারি খালের কোন লিজ নেই। দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। জায়গার মালিকরা বললে আমি জায়গা ছেড়ে দিব।
এ বিষয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী বলেন, রেকড দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!