www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

নাঙ্গলকোটে রহমানিয়া বায়তুন নুর জামে মসজিদ উদ্বোধন

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা থেকে : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের সাহেদা পুর গ্রামে রহমানিয়া বায়তুন নুর জামে মসজিদ নামে মুসলিম উম্মাহদের জন্য একটি মসজিদ শুভ উদ্বোধন হয়। ১৮ মে শুক্রবার পবিত্র রমজানুল মোবারকের প্রথম দিন ও জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের নামাজ পড়ানো শুরু হয়। নামাজ পূর্ব মূহূর্তে আলোচনা করেন, মাওলানা আবুল হাশেম আম দুয়ারী, সাবেক সেনাবাহিনী সদস্য সফিকুর রহমান শফিক, ডক্টর দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাস্টার আবদুল করিম, নাঙ্গলকোট পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাইয়ুম, জাকির হোসেন মেম্বার, হাজী মোতালেব হোসেন, প্রফেসর নজরুল ইসলাম, নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আমিন, ইসলামী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহাম্মদ, হাফেজ কারী তারেক জামিল, সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, হেলাল উদ্দিন তসলিম, খালেদ হাসান মাসুদ, আজিম উল্যাহ হানিফসহ গ্রামের মুসল্লী বৃন্দ। জুমার নামাজের ইমামতি করেন নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল হাশেম আম দুয়ারী। নামাজ পড়ানোর পূর্বে ও আলোচনা মূহূর্তে তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। আল্লাহপাক রাব্বুল আলামীন এটি রক্ষা করবেন। তবে মসজিদ নির্মাণ করা সহজ, এটিকে রক্ষা করার দায়িত্ব সকল মুসলিমদের। নিয়মিত ইবাদত বন্দেগী করতে হবে মসজিদে এসে। বাড়িকে কেউ মসজিদ বানাবেন না। বাড়িতে পড়বেন শুধু মহিলারা। মসজিদে পড়বেন ও বেশি বেশি সওয়াবের নেকের মালিক হবেন।’
নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং মসজিদ সংলগ্ন মরহুম আবদুর রহমান দরবেশ ও মরহুমা রবিয়তের নেছার কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য যে, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি ৮ শতক জায়গার উপর এতিম খানা প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৮ মে শুক্রবার ৭২ শতক জায়গার উপর এতিমখানা সহ মসজিদের যাত্রা শুরু হয়। বর্তমানে এতিমখানায় ১৮জন এতিম রয়েছে। তবে এতিমখানা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত হলেও কোনরূপ সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!