www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

নাঙ্গলকোটে মাদক ব্যবসায়ীর হামলা আহত-৪

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
পুলিশকে খবর দেওয়ার অপরাধে কুমিল্লার নাঙ্গলকোটে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হামলায় ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে।  সোমবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউপির চিওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী রাবেয়া বেগম, তার মেয়ে নার্গিস বেগম, ছেলে আমির হোসেন ও মো: আরমান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বৃহস্পতিবার ওই এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে থানা পুলিশ। আটকৃতদের মধ্যে ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে ইব্রাহিম খলিলও ছিল। তিনি জামিনে ছাড়া পেয়ে গত সোমবার আমির হোসেন ও মো: আরমানকে পুলিশকে খবর দিয়েছিস বলে বিভিন্ন ধরনের ধমক দেয়। পরে ইব্রাহিম খলিল, ফয়েজ, সামাদ, ফারুকসহ ৭ থেকে ৮ জন একটি গ্রুপ মিলে বাড়ীর সামনে রেল লাইনের উপর আমির হোসেন ও আরমানকে মারধর করে থাকলে তাদের চিৎকারে তার মা রাবেয়া বেগম ও তার বোন নার্গিস বেগম ছুটে আসলে তাদেরকেও মারধর করে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে তার মা রোকেয়া বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরিবারটি দরিদ্র হওয়ার কারনে কুমিল্লা নেওয়া সম্ভব নয়, তাই বাড়ীতে চিকিৎসা দিচ্ছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো: নজরুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!