www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

কুমিল্লা সংবাদশীর্ষ সংবাদ

নবীনগরে তিতাস ও বুড়ি নদী দূষণরোধে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস ও বুড়ি নদীর দূষণরোধে মানববন্ধন হয়েছে। রবিবার উপজেলা সদরের নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের মাঝিকার ব্রিজসংলগ্ন স্থানে ওই মানববন্ধন হয়। ‘নদী বাঁচাও, নবীনগর বাঁচাও’ স্লোগানে নবীনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও পপথচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তিতাস ও বুড়ী নদী দূষণরোধে স্থানীয় সাংসদ ও পৌর মেয়রের দৃষ্টি কামনা করে দ্রুত এর সমাধান করা না হলে পরবর্তীতে সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে বড়ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, তিতাস ও বুড়ি নদীর দূষণরোধে পৌরসভার পক্ষ থেকে শিগগিরই একটি পরিকল্পনা গ্রহণ করে সেটি বাস্তবায়ন করা হবে। সে জন্য আমি পৌরবাসীর সার্বিক সহযোগিতা চাই।
উল্লেখ্য, নবীনগর পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে আসা দুর্ঘন্ধযুক্ত ময়লার স্তূপ দীর্ঘদিন যাবৎ তিতাস ও বুড়ি নদীর পাড়ে ফেলায় নদী দুটির পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

error: Content is protected !!