www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

দুর্নীতির কারণে খালেদা জেলে রাজনৈতিক নয়…কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক মো. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক কারণে জেলে যাননি। তিনি দুর্নীতির কারণে জেলে গেছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের গুলশানের বাসায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন। এর আগে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্নের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিজ্ঞানীদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এতিমদের টাকা চুরি করায় তার সাজা হয়েছে। তাকে জেল থেকে বের করতে হলে আইনের মাধ্যমে বের করতে হবে। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বিএনপি।’ কৃষিমন্ত্রী বলেন, ‘কূটনীতিকরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না। তারা দেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ দেখতে চান না। দেশে ন্যায়ের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক এটা তারা চান।’
তিনি আরো বলেন, ‘কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। তাদের এই মতবিনিময়ে কোনো বাধা নেই। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমরাও কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় করি ও করব। কাজেই আমি খারাপ দৃষ্টিতে দেখতে চাই না। আমার মনে হয় তারা কূটনৈতিকদের বিভ্রান্ত করতে পারবে না।’ রাজ্জাক বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আন্দোলন করে কেউ কিছু করতে পারবে না।’

error: Content is protected !!