www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম

রাঙ্গামাটি সংবাদদাতা : আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির প্রায় ১৮টি দুর্গম পাহাড়ের ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সার্কিট হাউস সংলগ্ন হেলিপ্যাড থেকে জেলার দুর্গম ৬টি কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে।

হেলিকপ্টারযোগে পাঠানো কেন্দ্রগুলো হলো- বরকল উপজেলার সিএম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জুরাছড়ি উপজেলার ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়।

রাঙ্গামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল জানান, রাঙ্গামাটির প্রথমে ২১টি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হবে নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ১৮টিতে আনা হয়েছে। এই ১৮টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের সরঞ্জাম যাবে রাঙ্গামাটি সদর থেকে। যার মধ্যে আজ ৬টি কেন্দ্রে এবং আগামীকাল (শুক্রবার) ৭টি কেন্দ্রে। অন্যদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ৫টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হবে।

error: Content is protected !!