www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

অর্থ ও বাণিজ্শীর্ষ সংবাদ

দরপতন অব্যাহত শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: দেশের উভয় পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। রোববারের দরপতনের ফলে টানা পাঁচ কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। এদিন সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে।
শেয়ারবাজার সংশ্লিষ্টদের মতে, ফ্লোর প্রাইস নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কারণে এ পতনের ঘটনা ঘটেছে। যেকোনো মুহূর্তে ফ্লোর প্রাইস (শেয়ারের সর্বনিম্ন দাম) উঠে যেতে পারে- বিনোয়োগকারীদের এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া তারা বলছেন, গত সপ্তাহের আগের সপ্তাহে শেয়ারবাজারে টানা বড় উত্থান হয়েছিল। ওই টানা উত্থানে দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ফ্লোর প্রাইসের কারণে শেয়ারবাজারের প্রকৃত গতিপ্রকৃতি নষ্ট হচ্ছে। এরপরও বর্তমান পরিস্থিতিতে ফ্লোর প্রাইস উঠিয়ে নেয়া ঠিক হবে না। আরো একটু সময় নিয়ে ফ্লোর প্রাইসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।
এদিকে গতকাল শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বলেছেন, সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলে যত দ্রুত সম্ভব ফ্লোর প্রাইসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে লেনদেন শেষে রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫০ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ ৬ পয়েন্ট কমে ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। অপরদিকে ৭৮টি প্রতিষ্ঠানের দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ২০০টির দাম।
আজ সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসসিতে ২৩৪ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ২২৫ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৯ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর পরের স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, গ্রামীণফোন, বিকন ফার্মাসিউটিক্যালস এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে, কমেছে ৫০টির, আর ৮১টির অপরিবর্তিত রয়েছে।

error: Content is protected !!