www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

ত্রিপুরা থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল ত্রিপুরা হতে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি-এর উদ্বোধন করেছেন। তিনি গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে সুইচ টিপে কুমিল্লায় অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও ল্যান্ডিং স্টেশন, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কমপাউ- সাইকেল (নর্থ) বিদ্যুৎ কেন্দ্র, কেরাণীগঞ্জে ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ণসহ ১১টি জেলার বিভিন্ন স্থানে ১টি উপজেলায় বিভিন্ন ধরনের চক্ষুষ্মান প্রকল্পের উদ্বোধন করেন।
গণভবন থেকে এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালে ১১টি জেলার জেলা প্রশাসকদের মধ্যে পটুয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া, ঢাকা, সিলেট, বাগেরহাট, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকদের বক্তব্য শোনেন। এছাড়াও তিনি বিদ্যুতের উপকারভোগীদের মধ্যে প্রাথমিক শিক্ষক, ছাত্রী, চা শ্রমিক, মসজিদের ইমাম, প্রতিবন্ধী শিক্ষার্থী ও সাংবাদিকের বক্তব্য শোনেন। কুমিল্লাসহ বাকি জেলার জেলা প্রশাসকসহ অন্য কেউ বক্তব্য দেয়ার সুযোগ পান নি।
প্রকল্প উদ্বোধনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। নিজ হাতে বিদ্যুতের সুইচ অফ করতে হবে। আর্থিক স্বচ্ছলতা যত বাড়ছে বিদ্যুতের চাহিদাও তত বাড়ছে। এখন এ দেশের মানুষ ৮০ ভাগ বিদ্যুৎ পাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। ভারত ও নেপালের সাথে আলোচনা চলছে। যে কোনো উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ জরুরী। নতুন নতুন প্লান দিচ্ছি। বিদ্যুতের উৎপাদন খরচ বেশি, সে তুলনায় কম দামে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভর্তুকী দিচ্ছি। প্রিপেইড মিটার চালুর পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুতের অপচয় হবে না। প্রত্যন্ত অঞ্চল যেনো উন্নত হয়। গ্রামের মানুষেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সে-লক্ষ্যে কাজ করছি। সকলের প্রচেষ্টায় এ দেশ উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।
প্রকল্প উদ্বোধনের প্রথম পর্বের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়াকাটার দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও ল্যান্ডিং স্টেশনের গুরুত্ব তুলে ধরেন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে এটি শক্তিশালী অবদান রাখবে বলে জানান। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকী এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বক্তারা বলেন, জীবন এখন প্রযুক্তি নির্ভর। বিদ্যুতের চাহিদা ক্রমে বাড়তেই থাকবে। দেশে বর্তমানে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ২ কোটি ৬১ লাখ। বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ১শ’ ১১টি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
উভয় পর্বে প্রকল্পসমূহের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। ভিডিও কনফারেন্স চলাকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্যাস খনিজ সম্পদ বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান মো: তাজুল ইসলাম এমপি, রওশন আরা মান্নান এমপি, জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহম্মদ গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল আওয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট রুস্তম আলী, জেলা মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামীলীগ নেতা আবদুল আল আলীম কাঞ্চন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, উপজেলা জেলা পর্যায়ের কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!