www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

তালার অসহায় পরিবারের সন্তান অন্তুর অভাবনীয় সাফল্য

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় মাঝিয়াড়া গ্রামের পালপাড়ার অসহায় পরিবারের সন্তান অন্তু পাল ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলো।
অন্তুর পিতা শঙ্কর পাল ও মাতা অষ্টমী পাল বলেন, আমার ছেলে পড়াশুনার দিকে খুব মনোযোগী তবে আমরা গরীব মানুষ নিজেদের থাকার মতো ঘর নেই। নজরুল মামা চেয়ারম্যান থাকাকালে আমাদের এনজিও প্রদত্ত একটি ঘর দিয়ে ছিলেন সেই ঘরই সম্বল। আমার সন্তান যাতে অনেক বড় হতে পারে আপনারা সেই দোয়া করবেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান জানান, অন্তু পাল আমাদের প্রাথমিক বিদ্যালয় পড়াশুনা করত। অন্তু নম্রভদ্র, মেধাবী ছাত্র, সে সমাপনী পরীক্ষায় ৬টি বিষয়ে ৬০০ নম্বরের মধ্যে ৫৬১ নম্বর পেয়ে কৃতিত্বের সহিত ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। আমার জানামতে সে অনেক সময় না খেয়ে, অধ্যহারে স্কুলে আসতো।
বৃত্তি প্রাপ্ত ছাত্র অন্তু জানান, আমার বাবা/মা গরীব দিনমজুর তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারি ও দেশের সেবা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!