www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

‘ঢাবি উপাচার্যের নির্লোভ চরিত্রে সবাই মুগ্ধ, অনুপ্রাণিত’

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নিয়োগ পান ২০০৯ সালের ১৫ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী সময়ে সিনেট কর্তৃক নির্বাচিত উপাচার্য হিসেবে প্রথম মেয়াদ এ বছর আগস্টে শেষ করবেন।কোটি টাকার উপরে নিজের বৈধ এবং প্রাপ্য বিল গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়কে দান করায় অধ্যাপক আরেফিন সিদ্দিক এর সহকর্মী, বর্তমান, সাবেক ছাত্র-ছাত্রীদের মুগ্ধতা কাটছে না। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফেসবুকে লিখেছেন, ‘খবরটা দেখে মুগ্ধ হলাম। আমাদের আরেফিন স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই যু‌গের উপাচার্যরা যখন নি‌জের সব প্রাপ্য টাকা নি‌য়ে উল্টো বিশ্ব‌বিদ্যাল‌য়ের আপ্যায়ন ভাতা, বৈশাখী ভাতা এই ভাতা সেই ভাতা আত্মসাৎ ক‌রেন তখন আমাদের আরেফিন স্যার গত সাত বছ‌রে বিশ্ববিদ্যাল‌য়ের বি‌ভিন্ন বৈঠ‌কে যোগ দি‌লেও প্রাপ্য এক কো‌টি ২৫ লাখ টাকা নে‌ননি। আবার স্যার কাউকে এই খবরটা ঘুণাক্ষরে জানা‌তেও দেন‌নি। …আমি জানি না অতীতে কোনোদিন কোন উপাচার্য এমনটা ক‌রে‌ছেন কী না! বিশ্ববিদ্যালয়ের প্রতি ক‌তোটা ভা‌লোবাসা থাক‌লে একজন উপাচার্য এটা ক‌রেন ভা‌বি আমি। শুধু তাই নয়, ভর্তি পরীক্ষায়ও প্রধান পরীক্ষক হিসে‌বেও উপাচার্য কোনো ভাতা গ্রহণ করেননি। তিনি প্রথম থেকে এই বিষয়টির চর্চা করে আসছেন’।অধ্যাপক আরেফিন সিদ্দিক এর ছাত্র, বর্তমানে সহকর্মী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান  বলেন, ‘এমন বিশাল একটি ত্যাগ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর মতো নির্লোভ, নির্মোহ ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব। সমাজে কত মানুষ বিত্তবান হতে গিয়ে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিচ্ছে, সেখানে অধ্যাপক আরেফিন সিদ্দিক কোটি টাকার ওপর বৈধ বিল বিশ্ববিদ্যালয়কে দান করে দিয়েছেন! আরেকটি বড় বিষয় হলো, এই মহান ব্যক্তি এত দীর্ঘ সময় বিষয়টি গোপন রেখেছেন। প্রচার বিমুখতা স্যারের অন্যতম গুণ।’অধ্যাপক আরেফিন সিদ্দিকের আরেক সাবেক ছাত্র, সাংবাদিকতা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান কাজল  বলেন, ‘আরেফিন স্যার এর আলোয় পুরো সমাজ আজ আলোকিত। সমাজের উল্টো স্রোতে গিয়ে স্যার এমন এক নজির স্থাপন করলেন তাতে তরুণ সমাজ সৎ, নিষ্ঠাবান হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজ গড়ার লড়াইয়ে নিয়োজিত হতে অনুপ্রাণিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!