www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা…তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে কেউ কেউ ডেঙ্গু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, এটা ঠিক না। ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। এটা নিয়ে রাজনীতি ও দোষারোপ না করে এক সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করি। শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় স্বেচ্ছায় রক্তদান করেন রেড ক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী।
ভোলা-১ আসনের এই সাংসদ বলেন, সারাবিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫শ মারা গেছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। কেউ কাউকে দোষারোপ করে লাভ নাই। তবে এটা ঠিক- আরও আগ থেকে পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল। এখন রাজনীতি না করে আসুন সকলে এক হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবিলা করি। জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা.রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।

error: Content is protected !!