www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

ট্রাম্পকে ধুয়ে দিলেন লাদেন হত্যা মিশনের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সাবেক সিআইএ প্রধান জন ব্রেননের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তকে ট্রাম্পের ‘প্রতিহিংসাপরায়ণ পাগলামি’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার সেই মিশনের কমান্ডার উইলিয়াম ম্যাকর‍্যাভেন।

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক বহু নিরাপত্তা কর্মকর্তা। এবার ট্রাম্পের সেই সমালোকদের দলে নাম লেখালেন ম্যাকর‍্যাভেন।

২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত সিআইএ প্রধান ছিলেন ব্রেনন। মার্কিন আইন মোতাবেক, গণতন্ত্রের স্বার্থে অবসরের পরেও গোয়েন্দা সংস্থার প্রধানেরা সরকারের থেকে গোপন তথ্য সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজনে যেকোনো জায়গায় যেতে পারেন। এটাই ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ বা নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র।

ব্রেনন ট্রাম্পের একজন কড়া সমালোচক হওয়ার কারণে বুধবার তার ছাড়পত্র কেড়ে নেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রেনন। আর তার পাশে দাঁড়িয়েছেন সাবেক নেভি সিল কমান্ডার ম্যাকর‍্যাভেন।

ব্রেননের সততা এবং কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে অবিলম্বে সেই ছাড়পত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাকর‍্যাভেন। কাল এক মার্কিন সংবাদপত্রে প্রকাশিত খোলা চিঠিতে ম্যাকর‌্যাভেন বলেন, ‘ব্রেননের সততা, চারিত্রিক দৃঢ়তা প্রশ্নাতীত। তবু কি না, ব্রেননেরই উপরেই কোপ পড়ল। প্রেসিডেন্টের সমালোচনার করার পরিণাম যদি এই হয়, তাহলে আমিও বাতিলের তালিকায় থাকলে ধন্য হতাম।’

ট্রাম্পের উদ্দেশ্যে ম্যাকর‍্যাভেন বলেন, ‘ভেবেছিলাম, দেশের প্রয়োজনে আপনি একদিন ঠিক যোগ্য নেতা হয়ে উঠবেন। দেশবাসীর কাছে নিজেই উদাহরণ তৈরি করবেন। যোগ্যকে মর্যাদা দেবেন। কিন্তু এর কোনোটাই আপনার মধ্যে দেখছি না। বরং এমন সব কাজ করছেন, যাতে গোটা বিশ্বের কাছে আমাদের দেশ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্মের কাছে লজ্জিত হচ্ছি আমরা নিজেরাও।’

ট্রাম্পের এমন সমালোচনা করায় তার দিকেও ট্রাম্প প্রাশাসনের কুনজর পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে ম্যাকর‍্যাভেন যে ভয় পাননা তা তিনি জানিয়ে দিয়েছেন। এছাড়া ট্রাম্পের সমালোচনা বন্ধ করবে না জানিয়ে তিনি বলেন, ‘ম্যাকার্থি-আমলের পাগলামি ঠেকাতে আমরাও তৈরি। যত দিন না আপনি যোগ্য হয়ে উঠছেন, আমরা সমালোচনা করবই।’

তবে ম্যাকর‍্যাভেনের এমন কথার পর এখনো কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।

error: Content is protected !!