www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকস্বাস্থ্য

টেবিলে রোগী রেখে ধর্মঘটে যাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, কথায় কথায় টেবিলে রোগী রেখে ধর্মঘট করবেন না।’

বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক কার্ডিওলজি সম্মেলনে মন্ত্রী এই অনুরোধ জানান।

হৃদরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।

‘বাংলাকার্ডিও-২০১৭’ নামে এই আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বিদেশের ডাক্তারদের মানের কথা বলেন। আমি তাদের বলি সেখানে ডাক্তাররা প্রতিদিন দুই থেকে পাঁচজন রোগী দেখেন। তাদের চাপ কম। আর বাংলাদেশে একজন ডাক্তার প্রতিদিন ১০০ জন রোগী দেখেন। আমাদের জনসংখ্যা বেশি। আমাদের ডাক্তারদের অনেক পরিশ্রম করতে হয়। আপনারা রাত জেগেও রোগী দেখেন।’

মন্ত্রী বলেন, ‘তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রোগীদের প্রতি আপনাদের আচরণ ভালো করতে হবে। আর কথায় কথায় আপনারা টেবিলে রোগী রেখে ধর্মঘট করবেন না। এটা করলে রোগিরা চিকিৎসা থেকে বঞ্চিত হয় এবং অনেক সমালোচনাও হয়। সাংবাদিকরা আমাদের অনেক প্রশ্ন করেন এ ব্যাপারে।’

অনুষ্ঠানে জানানো হয় কার্ডিয়াক সোসাইটি প্রতি দুই বছর পর বাংলাকার্ডিও নামে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত করবে বাংলাদেশে। এবার এ সম্মেলনে বিভিন্ন দেশের ২০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞসহ ৯০০ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।

ভারত, সিঙ্গাপুর, কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান ও তাইওয়ান কার্ডিয়াক সোসাইটির সভাপতি, এশিয়ান প্যাসিফিক কার্ডিয়াক সোসাইটির মহাসচিবসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়ার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা সম্মেলনে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই সম্মেলনে হৃদরোগ বিষয়ক আধুনিক চিকিৎসা প্রবন্ধ উপস্থাপন করবেন। আজ সকাল থেকেই বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন -বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা আরও উন্নত ও সম্প্রসারণে এ সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!