www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকখেলাধুলা

টেইলরের নজরকাড়া ইনিংসে সিরিজ বাঁচালো নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ডানেডিনে টেইলরের ক্যারিয়ার সেরা ইনিংসে সিরিজ বাঁচালো নিউজিল্যান্ড। এদিন ইংল্যান্ডের দেয়া ৩৩৬ রানের টার্গেটে পাঁচ উইকেটে ৩ বল হাতে রেখেই জয় পায় কিউইরা। সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে।

আগামী শনিবার (১০ মার্চ) ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।
ডানেডিনে এইদিন টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রান সংগ্রহ করে ইংলিশরা। দলের হয়ে শুরুটা বেশ ভালোই করে ইংল্যান্ড। সর্বোচ্চ ১৩৯ রান করেন বেয়ারস্টো। দ্বিতীয় সর্বোচ্চ ১০২ রান করেন জো রুট।কিউইদের হয়ে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন ইশ শধি।

জবাবে, টেইলর দুর্দান্তি ইনিংসের কাছে বৃথা গেল জনি বেয়ারস্টো ও জো রুটের জোড়া সেঞ্চুরি। টেইলরের ১৮১ রানের চোখ ধাঁধানো অপরাজিত ইনিংসের কারনে ৪৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে এটি টেইলরের ১৯তম সেঞ্চুরি। দলের পক্ষে লাথাম করেন ৭১ রান।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৫ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ইনিংস: ৩৩৯/৫ (৪৯.৩ ওভার)

(মার্টিন গাপটিল ০, কলিন মুনরো ০, রস টেইলর ১৮১, টম লাথাম ৭১, হেনরি নিকোলাস ১৩, কলিন ডি গ্র্যান্ডহোম ২৩; স্টোকস ৪৫/১, ওয়াকেস ৪২/১)।

ইংল্যান্ড ইনিংস: ৩৩৫/৯ (৫০ ওভার)

(জ্যাসন রয় ৪২, জনি বেয়ারস্টো ১৩৮, জো রুট ১০২, ইয়ন মরগ্যান ৫, জস বাটলার ০, স্টোকস ১; শধি ৪/৫৮)

প্লেয়ার অব দ্য ম্যাচ: রস টেইলর (নিউজিল্যান্ড)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!