www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

নগর জীবন

টাঙ্গাইলে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন, সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন ওরফে আব্বাসীর ছেলে নাসির আব্বাসী (২৪) ও ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে শাহজাহান আলী (৩৫)।

ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, প্রায় ছয় মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদকে ১২ লাখ টাকার বিনিময়ে অষ্ট্রেলিয়া পাঠায়। সেখানে নেয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও ৪লাখ টাকা দাবি করে একটি চক্র। গত একমাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের কারও সাথে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ঘটনায় হারুনুর রশিদের বাবা বাদি হয়ে সখীপুর থানায় শুক্রবার দিবাগত রাতে ১৩জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার তিনজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

error: Content is protected !!