www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

ঝিনাইদহে কৃষাণীদের বাড়িতে উৎপাদিত পণ্যের হাট

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে কৃষাণীদের বাড়ির আঙ্গিনায় উৎপাদিত বিষমুক্ত পণ্যের হাট বসানো হয়।
বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে এই হাটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে শতাধিক কৃষাণী বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজিসহ নানা পণ্য নিয়ে এই হাটে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী লাভলী ইয়াসমিন প্রমূখ।
হাটে উঠেছিল বিষমুক্ত শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজনে, হলুদ গুড়াসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধরনের হাট স্থায়ী করণের দাবি জানান ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!