www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

জাপানে করোনায় চাকরি হারিয়েছেন ৫০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের কারণে জাপানে সোমবার পর্যন্ত চাকরি হারিয়েছেন ৫০ হাজার ৩২৬ জন কর্মী। সরকারের উদ্ধৃতি দিয়ে জাপান টাইমস আজ বুধবার এ খবর প্রকাশ করেছে।
এ চাকরিচ্যুত কর্মীদের মধ্যে বেশিরভাগই (৬০ শংতাংশ) ‘অনিয়মিত’ কর্মী যারা কম মজুরিতে, পার্ট টাইম কাজ করতেন। সবচেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছেন উৎপাদন খাত থেকে।
শ্রম মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, জাপানে গত মে থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছে। গত আগস্ট মাসে চাকরি হারিয়েছেন ৯ হাজার জন।
জাপান টাইমসের মতে, মহামারীতে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়েও বেশি। কারণ দেশের পুরো কর্মসংস্থানের চিত্র জরিপে উঠে আসেনি।

error: Content is protected !!