www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

গ্রামীণ-রবির সব প্যাকেজ বন্ধ হচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বকেয়া টাকা পরিশোধ না করার শাস্তি হিসেবে দেশের বৃহৎ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির চলমান ভয়েস ও ডাটা প্যাকেজের নবায়ন বন্ধ করা হচ্ছে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে মোবাইল অপারেটর দু’টির যেকোনো নতুন প্যাকেজ অনুমোদন স্থগিতে সংস্থাটির সাম্প্রতিক পদক্ষেপ আরও সম্প্রসারিত হচ্ছে। দুই অপারেটরের কাছ থেকে ১৩ হাজার ৪৪৬ কোটি ৯৫ লাখ নিরীক্ষা দাবি আদায়ের উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপটি নিয়েছে নিয়ন্ত্রণ কমিশন।
এ বিষয়ে বিটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনুমোদন নবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা।
এদিকে দুই মোবাইল অপারেটরের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগে গ্রাহকদের ভোগান্তি তীব্রতর হবে।

error: Content is protected !!