www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকধর্ম

গোপালগঞ্জে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৩ দিনব্যাপী ইজতেমা

গোপালগঞ্জ প্রতিনিধি : দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক মানুষ ইজতেমার মাঠে জড়ো হন। মোনাজাত শুরুর আগে কানায় কানায় ভরে যায় বিশাল মাঠটি। শনিবার বেলা ১২টার দিকে কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা ফারুক ছাহেব মোনাজাত পরিচালনা করেন।
এদিকে আখেরী মোনাজাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষে ইজতেমা মাঠ ও আশ পাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের যান চলাচল ঠিক রাখতে এবং আগত মুসল্লীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গোপালগঞ্জ শহরের মরা মধুমতী নদীর তীরে ৪০ একর জমির উপর নির্মিত হাউজিং প্রকল্প মাঠে দ্বিতীয় বারের মতো জেলা ইজতেমা অনুষ্ঠিত হলো। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে লক্ষাধিক মুসল্লী অংশ নেয় এ ইজতেমায়। দেশের নামকরা আলেম ওলামা এ ইজতেমায় বয়ান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!