www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

গেম ডেভেলপমেন্টে ডিপ্লোমা কোর্স

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : খুব শিগগির বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রথমবারের মতো গেম ডেভেলপমেন্টের ওপর ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন গেম ডেভেলপমেন্ট’ নামক একটি ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছে।কোর্সটির নলেজ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে দেশের স্বনামধন্য মোবাইল গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘রাইজ আপ ল্যাবস’। বিসিসি ভবনে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী। বিসিসির পরিচালক মো. সফিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও রাইজ আপ ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক এবং কোর্সটির ট্রেইনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার সরকার।রাইজ আপ ল্যাবসের বানানো বেশ কিছু সুপরিচিত গেম গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং উইন্ডোজ স্টোরে রয়েছে। তাদের অভিজ্ঞতাসম্পন্ন সম্পন্ন ট্রেইনার দিয়ে কোর্সটি প্রশিক্ষণ দেয়া হবে। ৫০০ ঘণ্টার এই কোর্সের মূল উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্মকে বহিঃবিশ্বের গেম ডেভেলপমেন্ট জগতের সঙ্গে পরিপূর্ণভাবে পরিচয় করিয়ে দেয়া এবং স্বনির্ভরভাবে গেম তৈরিতে সক্ষম করে তোলা।রাইজ আপ ল্যাবস কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনিং চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ৯টি গেম বানানো দেখানো হবে এবং তাদের নিজেদের ৩টি গেম ডেভেলপ করতে হবে। গেম তৈরির ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট এবং প্লে স্টোরে ছাড়তে করণীয় সব কিছু শেখানো হবে এই কোর্সটিতে। শিক্ষার্থীদের ইউনিটি টুডি, থ্রিডি, ব্লেন্ডার, ফটোশপ, ইলাস্ট্রেটর সহ আরো কিছু সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও কোর্সটির সঙ্গে থাকবে ৪ মাস ইন্টার্নশিপের সুযোগ।ভবিষ্যতেও গেম ডেভেলপমেন্টের এই কোর্সটি চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!