www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাইবান্ধা সংবাদদাতা : ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী প্রধান মুর্শিদুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএসইএফ’র সহযোগিতায় এবং ছিন্নমুল মহিলা সমিতি, গণসাক্ষরতা অভিযান, বাকবিশিস, বাকশিস, বিটিএ ও বাসপ্রাবিপ্রশিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, গাইবান্ধা উপানুষ্ঠানিক শিক্ষা সহকারি পরিচালক মো. মেহেদী আখতার, বাকশিস’র সভাপতি অধ্যক্ষ একরামুল হক খান, এ.এম. জিয়াউর রহমান, শফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বাকশিস ও কেন্দ্রীয় কমিটির সদস্য কে.এম নেয়ামুল হাসান পামেল। পরে উপস্থিত শিক্ষকরা বিশ্বের ১০ কোটি শিক্ষা বঞ্চিতদের জন্য আমরা ১০ কোটি শিক্ষক পাঠদানের প্রতিশ্রুতিতে শপথ বাক্য পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!