www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকস্বাস্থ্য

গরিবদের সেবা করুন….মাশরাফী বিন মর্তুজা

নড়াইল প্রতিনিধি:  এমপি মাশরাফী বিন মর্তুজা বলেছেন, আমাকে সালাম দিতে হবে না, স্যার বলতে হবে না। গরিব মানুষের সেবা করুন, তাতেই খুশি হবো। গরিবদের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেললে মেনে নেব না।
বুধবার বিকেলে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
মাশরাফী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। হাসপাতালে ফ্যান, ওষুধ রাখার ফ্রিজ কেনা হচ্ছে। জেনারেটর মেরামত ও রোগীদের জন্য তৃতীয়তলার ফাঁকা স্থান প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসক ও নার্স সংকট দূর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বলেন, নড়াইলে বিকেএসপি’র শাখা খোলা হবে। লোহাগড়া সরকারি কলেজ মাঠে জিমনেসিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর মেয়র মো. আশরাফুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সৌমেন বোস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস.এম তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম পলাশ প্রমুখ।

error: Content is protected !!