www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুননির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ও বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন বুধবার বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতা মিলিয়ে মোট ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন ও রেডিওপ্রধানসহ ৩৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুইদিনই সকাল ১০টায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।ইসি সূত্র জানায়, সংলাপে কমিশন প্রণীত নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেওয়া হবে। তাদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন আগামী সংসদ নির্বাচনের জন্য তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা বা কার্যপত্র তৈরি করা হয়েছে।প্রথম দিনের সংলাপে অংশ নিতে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন- সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, কলামিস্ট আবেদ খান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজে সভাপতি ও একুশে টিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কলাম লেখক বিভু রঞ্জন সরকার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ, সংবাদের নির্বাহী সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেগম ফরিদা ইয়াসমিন, দিনকাল সম্পাদক ড. রিজওয়ান সিদ্দীকি, সাংবাদিক/গবেষক আফসান চৌধুরী, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, মানব কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আনিস আলমগীর, সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, বিএফইউজে (একাংশ) মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, দি এশিয়ান এজের সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। সেদিন সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, ‘না’ ভোট প্রবর্তন করাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছিলেন। ধারাবাহিকতার অংশ হিসেবে আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ করার কথা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!