www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

খুলনা নার্সিং ইনস্টিটিউটে দুর্নীতি-অনিয়মের অভিযোগ দুদকে

খুলনা প্রতিনিধি: খুলনা নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের অধুনিকায়নের কাজে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক অধ্যক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানে বিরুদ্ধে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এক ব্যক্তি অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুদক প্রধান কার্যালয়ে এ অভিয়োগ দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আমরা খুলনা অঞ্চলের সচেতন নাগরিক বর্তমান খুলনা নার্সিং ইনস্টিটিউটের কতিপয় কর্মচারী সাবেক অধ্যক্ষ আরিফা আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা বেগম, অফিস সহকারী ফারুফা খাতুন গংদের দুর্নীতির কারণে অত্র প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তৎকালীন মহাপরিচালকের সময় বিভিন্ন উপহার সামগ্রী উপটৌকন দিয়ে বাজেট পাশ করিয়ে উক্ত বাজেটের টাকার অধিকাংশ তারা আত্মসাৎ করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের যে কোনো পুরাতন মালামাল বিক্রয়ের প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। কিন্তু কোনো প্রকার অনুমোদন ছাড়াই রাতের আঁধারে মান্নানের (টেবিলবয়) সহযোগিতায় উক্ত মালামালগুলো সরিয়ে নিয়ে যায়। সেই পুরাতন জানালা, বাউন্ডারি ওয়ালের লোগো তেরি গ্রিল, ইনস্টিটিউটের অভ্যান্তরে বিভিন্ন প্রকারের গাছ রাতের আঁধারে বিক্রয় করে দেয়। তারা নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এছাড়া তাদের বিরুদ্ধে দাতা সংস্থার দেওয়া দুটি গাড়ি তারা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

error: Content is protected !!